আইভী যা বললেন শামীম ওসমানের শাড়ি পেয়ে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১০  ডিসেম্বর  ২০১৬

 

আইভী যা বললেন শামীম ওসমানের শাড়ি পেয়ে

আইভী যা বললেন শামীম ওসমানের শাড়ি পেয়ে

ক্ষমতাশীন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের দেওয়া শাড়ি গ্রহণ করেছেননারায়ণগঞ্জসিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

০৯ ডিসেম্বর শুক্রবার রাতে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের এক অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ওই দুটি শাড়ি আইভীর হাতে তুলে দেন।

শাড়ি পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে আইভী বলেন, আমি শাড়ি পেয়েছি। এজন্য বড় ভাই শামীম ওসমানকে ধন্যবাদ।’

১০ ডিসেম্বরশনিবারসকাল থেকেই আইভী ছিলেন গণসংযোগে। তবে এ দিন তাকে শামীম ওসমানের দেওয়া নৌকাখচিত শাড়ি পরতে দেখা যায়নি।

এর আগে শুক্রবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ‘নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে’ সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সাংবাদিকদের সামনে দুটি শাড়ি নিয়ে আসেন শামীম ওসমান।

এখানে উল্লেখ্য যে, গত ১৮ নভেম্বর অনেক নাটকীয়তার পর সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দেন দলের সভানেত্রী শেখ হাসিনা। ২১দিন পর শুক্রবার শামীম ওসমান সংবাদ সম্মেলন করেন। এর মধ্যে ২৪ নভেম্বর আইভী যখন মনোনয়ন পত্র দাখিল করেন তখন তার পরিহিত শাড়িটিতেও নৌকা প্রতীক দেখা গেছে।

শামীম ওসমানের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আইভী গণমাধ্যমকে বলেছেন, শামীম ওসমান যেন পদত্যাগ না করেন। তিনি যেন জনগণের জন্য কাজ করেন।

 

Related posts