শীর্ষরিপো্র্ট ডটকম। ১ জুন ২০১৬

আইজিপি পুলিশ
জাতিসংঘের পুলিশ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে বিষয়টি জানা গেছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে ডিএমপি জানায়, আগামী বৃহস্পতি ও শুক্রবার (২ ও ৩ জুন) জাতিসংঘ সদর দফতরে ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (ইউএন কপস) অনুষ্ঠিত হবে।
সম্মেলনে যোগ দিতে রাতে আইজিপির রওনা হওয়ার কথা রয়েছে। সম্মেলন শেষে ৮ জুন পুলিশপ্রধান দেশে ফিরবেন বলে জানায় ডিএমপি।