শীর্ষরিপো্র্ট ডটকম । ৩ নভেম্বর ২০১৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে সাউথ এশিয়ান ইউনিফাইড দ্বিতীয় স্পেশাল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাউথ এশিয়ান ইউনিফাইড দ্বিতীয় স্পেশাল অলিম্পিক প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ড. শামীম মতিন চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক।
২ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার প্রায় তিন শতাধিক প্রতিযোগী এই স্পেশাল অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
যারাই অপকর্ম ঘটাবে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ দলীয় হলেও তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার কোনো অপরাধীকেই ছাড় দিচ্ছে না। আজ চট্টগ্রামের এক সাংসদের তিন বছরের সাজার কথা উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের আমলে তিনজন মন্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে।