অধ্যাপক ডা. এমআর খান আর নেই

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৫  নভেম্বর  ২০১৬

অধ্যাপক ডা. এমআর খান আর নেই

অধ্যাপক ডা. এমআর খান আর নেই

সেন্ট্রাল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও দেশের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ডাক্তার এমআর খান মারা গেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারি পরিচালক ডাক্তার ফরিদ উদ্দিন।

শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

অধ্যাপক এমআর খান দীর্ঘদিন হৃদরোগ, ডায়বেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেন্ট্রাল হাসপাতালের আইসিউতে শনিবার বিকেলে তিনি মারা যান বললেন,ডাক্তার ফরিদ উদ্দিন।

তিনি বলেন, গুণী এ চিকিৎসকের প্রথম জানাজা রোববার সকাল ১০টা ৩০ মিনিটে হবে সেন্ট্রাল হাসপাতালে। তার দ্বিতীয় জানাজা ও দাপনের বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

 

Related posts