Jabong কে নিয়ে স্বপ্নের অন্ত নেই Flipkart এর



  • শীর্ষরিপো্র্ট ডটকম। ৩০ জুলাই ২০১৬


Jabong কে নিয়ে স্বপ্নের অন্ত নেই Flipkart এর

Jabong কে নিয়ে স্বপ্নের অন্ত নেই Flipkart এর



রীতিমত ঢাকঢোল পিটিয়ে ৭০ মিলিয়ন মার্কিন ডলার খসিয়ে জাবোং কিনে নিয়েছে মাইন্ত্রা। আবার মাইন্ত্রাকে আগেই পকেটে পুরেছিল ফ্লিপকার্ট। ফলে আরও শক্তিশালী হয়ে গেল ফ্লিপকার্ট। সেই আনন্দে সংস্থার সিইও বিন্নি বনসল একটি চিঠিতে সমস্ত কর্মচারীকে শুভেচ্ছা জানিয়েছেন। এখন দেশের ফ্যাশন রিটেল মার্কেটের ৫০ শতাংশই পকেটে পুরে ফেলতে পেরেছেন বিন্নির ফ্লিপকার্ট। বলা হয় অনলাইনে জামাকাপড় এবং ফ্যাশনেবল পোশাক কেনার বাজারটাই সবথেকে বেশি মার্জিনে ব্যবসা দেয়। বিশ্বের সব ই-কমার্স সাইটই এই সেগমেন্টকেই পাখির চোখ মনে করে। শুধু তাই নয় ই-কমার্সের দুনিয়ায় এই সেগমেন্টই সবথেকে দ্রুতগতিতে বাড়ছে। তাই বিন্নি খুশি। লিখছেন, মাইন্ত্রার মারফত গ্লোবাল ফ্যাশন গ্রুপের কাছ থেকে জ্যাবোং কেনার ফলে ভারতে সব থেকে বড় অনলাইনে ফ্যাশন সামগ্রী কেনা কাটার গন্তব্য হয়ে উঠল ফ্লিপকার্ট। এর ফলে ফ্লিপকার্টের ঘরে চলে এলো দেড় হাজার আন্তর্জাতিক মানের ব্র্যান্ড, স্পোর্টস ব্র্যান্ডের সামগ্রী, ভারতীয় খানদানি পোশাকের সম্ভার আর কয়েক হাজার বিক্রেতার দোকান থেকে ১৫ হাজারেরও বেশি স্টাইলের সামগ্রী। ভারতীয় উপভোক্তার কাছে মাইন্ত্রা এবং জাবোং দুটোই সমান গুরুত্বের সঙ্গে দুর্দান্ত ফ্যাশন সামগ্রী ডেলিভারি করতে তৈরি। এই অধিগ্রহণের ফলে মাইন্ত্রা এবং জাবোং দুটোতেই গ্রাহকেরা পাবেন বিদেশি ব্র্যান্ডগুলির মধ্যে Dorothy Perkins, Topshop, Tom Tailor, G Raw Star, Bugatti Shoes, The North Face, Forever 21, Swarovski, Timberland এবং Lacoste এর সামগ্রী। ফলে পক্ষান্তরে ভারতীয় অনলাইন বাজারে জামাকাপড় বিক্রিতে কার্যত একচেটিয়া হতে চলেছে ফ্লিপকার্টই। জ্যাবোং কেনার দৌড়ে ছিল স্ন্যাপডিল এবং ফিউচার গ্রুপও। কিন্তু প্রতিযোগিতার ময়দানে শুধু অ্যামাজনকেই দেখতে পাচ্ছেন মিস্টার বনসল। উতরে গেলে ফ্লিপকার্ট রাজা। Source BanglaYourstory.com
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft