|
নারীকণ্ঠে প্রতারণা, দুই ভাই গ্রেপ্তারশীর্ষরিপো্র্ট ডটকম। ৪ জুন ২০১৬ বন্দরনগরী চট্টগ্রামে মোবাইল ফোনে নারী কণ্ঠে ফোন সেক্স করে অর্থ আদায়ের অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকা থেকে দুই ভাইকে গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নেজাম উদ্দিন (২৩) এবং কমর উদ্দিন (২১)। গ্রেফতারকৃত দুই ভাই নারী কণ্ঠে ফোন সেক্সের মাধ্যমে প্রতারণা জাল ফেলে অর্থ আদায়ের কথা স্বীকার করেছে। বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, পরিবারের অর্থ সংকট মোকাবেলায় কলেজ পড়–য়া দুই ভাই ফোন সেক্সের মাধ্যমে অর্থ আয় করার এক অভিনব কৌশল ঠিক করে। তারা `ফেসবুকে চামিলি সেন, রাজসী বড়ুয়া ও ঝুমকা রানী নামে তিনটা ফেক আইডি খোলে। সেসব আইডিতে সুন্দর মেয়েদের ছবি আপলোড করে ফোন ও ভিডিও সেক্স করার জন্য মোবাইল নম্বর নম্বর দিয়ে আহবান জানায়। এরপর তাদের মোবাইলে একের পর এক ফোন কল আসতে থাকে। মোবাইল ফোনের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে তাদের কণ্ঠকে নারী কণ্ঠে রূপান্তর করে দুই ভাই আগ্রহীদের সাথে ফোন সেক্স করে প্রতি কলের জন্য ৩০০, ৫০০ কিংবা ১০০০ টাকা পর্যন্ত আয় করতো। এ ভাবে দুই ভাইয়ের প্রতিমাসে আয় ছিলো ২০ থেকে ৩০ হাজার টাকা। এই প্রতারণার বিষয়টি শুক্রবার পুলিশের নজরে আসার পর পুলিশ নগরীর আরেফিন নগরের একটি ভাড়া বাসা থেকে দুই ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি মোবাইল ফোন। গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা দুজনই চট্টগ্রামের এমইএস কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে এখন বেকার জীবন যাপন করছেন। পারিবারিক অর্থ সংকট মেটাতে তারা টাকা রোজগারে প্রতারণার এই অভিনব পন্থাটি বেছে নিয়েছিলেন। গ্রেফতারকৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |