|
৮ জানুয়ারি স্টার জলসা-জি বাংলা বন্ধে রিট শুনানিশীর্ষরিপো্র্ট ডটকম । ৬ জানুয়ারি ২০১৭ দেশে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধে করা রিটের চূড়ান্ত শুনানির জন্য আগামী ৮ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। এসব চ্যানেলে সম্প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় সংস্কৃতির অবক্ষয় ও পারিবারিক কলহ তৈরির অভিযোগে রিটটি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. একলাছ উদ্দিন ভূঁইয়া। বুধবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির জন্য নতুন এই দিন ধার্য করেন। এর আগে, ২০১৪ সালের ১৯ অক্টোবর রিটের প্রাথমিক শুনানিতে ভারতীয় এই তিনটি টিভি চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের ওই বেঞ্চ। রুলে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বিটিভির মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়। তারও আগে ডাক ও রেজিস্ট্রি যোগে এ বিষয়ে একটি নোটিশ পাঠানো হয়। ভারতীয় এসব চ্যানেলে প্রচারিত বিভিন্ন সিরিয়ালের কারণে বাংলাদেশে পারিবারিক হানাহানি, কলহ, পরকীয়াসহ নানান সমস্যা বাড়ছে। এমনকি, এসব সিরিয়ালের প্রভাবে দেশে স্কুলছাত্রীর আত্মহত্যা ও গৃহবধূকে হত্যার মতো ঘটনাও ঘটেছে। ফলে এসব চ্যানেল বন্ধে বিভিন্ন মহলে জোর দাবি ওঠে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |