|
‘৮০টি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে’: প্রধানমন্ত্রীশীর্ষরিপো্র্ট ডটকম । ৭ ডিসেম্বর ২০১৬ বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৮০টি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আমরা (বর্তমান সরকার) দেশের সব মানুষের ঘরে ঘরে আলো জ্বালাবো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশের ৭৮ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন- ২০২১ সালের মধ্যে আমরা ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট, এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানান তিনি। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |