|
৮টা ৫০ মিনিটে বসুন্ধরা শপিং মলের আগুন নিয়ন্ত্রণেশীর্ষরিপো্র্ট ডটকম । ২১ আগস্ট ২০১৬ রাজধানীর পান্থপথে অবস্থিত বহুতল শপিং কমপ্লেক্স বসুন্ধরা শপিং মলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট ৯ ঘণ্টা চেষ্টা করে রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার বেলা সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের তথ্যটি নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিস জানায়, ৭০টি দোকান ক্ষতিগ্রস্ত। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এদিকে আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডিডি অজিত কুমার রায়ের নেতৃত্ব পাঁচ সদস্যের কমিটি আগামী সাতদিনের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট দেবে। এর আগে দুপুরের পর আগুনের লেলিহান শিখা কিছুটা কমলেও প্রচুর ধোঁয়ায় চারপাশের এলাকা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। একপর্যায়ে পানি শেষ হয়ে গেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসার সহযোগিতায় আবার উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে রাত ৮টা পর্যন্ত আগুন জ্বলছিল। সকালে ঘটনাস্থলে ছিলেন এমন কয়েকজন কর্মচারী বলেন, আগুন লাগার পর প্রথমে ওই শপিং মলের নিজস্ব বাহিনী দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু অদক্ষতার কারণে তারা সরঞ্জাম ব্যবহার করতে পারেননি। পরে বাধ্য হয়ে তারা ফায়ার সার্ভিসকে ডাকেন। কিন্তু ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |