|
৭ মার্চ একদিনে আসেনি : মোজাম্মেল হকশীর্ষরিপো্র্ট ডটকম । ৬ মার্চ ২০১৭ ‘ ৭ মার্চ একদিনে আসেনি। ২৩ বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতার ফল এটি। সারাবিশ্বই জানত বঙ্গবন্ধু ৭ মার্চে স্বাধীনতার ঘোষণা দিবেন বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক । সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বিবি ফাউন্ডেশনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘দর্শন-উপলব্ধিতে ঐতিহাসিক সত্য অনুসন্ধান' বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর বেপারী। মন্ত্রী বলেন, আজকে দেশ চলছে ৭ মার্চের ভাষণের দিক-নির্দেশনা অনুযায়ী ৭২-এর সংবিধান বাস্তবায়নের জন্য। অর্থনৈতিক মুক্তি না থাকলে রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে যায়। একমাত্র বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা করার অধিকার ছিল কারণ তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন। বঙ্গবন্ধুর সঙ্গে খলনায়ককে দাঁড় করিয়ে দিলে খলনায়কের স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মো. রশিদুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের সদস্য মারুফা আখতার পপি, বিবি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তপন প্রমুখ। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |