৫ লাখ টাকা জরিমানা আইআইডিএফসি সিকিউরিটিজকে


শীর্ষরিপো্র্ট ডটকম । ২৫ জানুয়ারি ২০১৭

৫ লাখ টাকা জরিমানা আইআইডিএফসি সিকিউরিটিজকে

৫ লাখ টাকা জরিমানা আইআইডিএফসি সিকিউরিটিজকে



বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস লঙ্ঘন করায় আইআইডিএফসি সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ।

বুধবার বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৫৯৬তম সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়।

বিএইসি জানিয়েছে, আইআইডিএফসি সিকিউরিটিজ কর্তৃপক্ষ সমন্বিত গ্রাহক হিসাব থেকে ২০১১ সালে ৫৫ লাখ টাকা এবং ২০১২ সালে ৪০ লাখ এফডিআর করে। যা থেকে অর্জিত মুনাফা প্রতিষ্ঠানটির হিসাবে জমা করা হয়।

এতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল (৮এ) (১) লঙ্ঘন হয়েছে। এ ছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ ও ৬ লঙ্ঘন হয়েছে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft