৫৭০ হাজী দেশে ফিরেছেন


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮  সেপ্টেম্বর   ২০১৬

৫৭০ হাজী দেশে ফিরেছেন

৫৭০ হাজী দেশে ফিরেছেন



সৌদি এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইটে দুপুরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৫৭০ হাজী। সৌদি এয়ারলাইন্সের তিনটি এবং বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট শনিবার আরো দুই হাজারেরর মতো হাজী নিয়ে ফিরবেন বলে জানিয়েছে বিমানবন্দরের তথ্যকেন্দ্র।

জেদ্দা থেকে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের এসভি ৮১০ ফ্লাইটটি দুপুর দেড়টায় বিমানবন্দরে অবতরণ করে। ৫৭০ আসনের ফ্লাইটটিতে ৪ থেকে ৫ জন বাদে সকলেই হাজী ছিলেন বলে জানা গেছে।

বিমানবন্দরে দু'টি আগমনী টার্মিনালে হাজীদের স্বজনেরা সকাল থেকেই অপেক্ষা করছিলেন। হজ শেষে  সুস্থভাবে ফিরে আসা হাজীদের অভিনন্দন জানাতে সাধারণ মানুষও এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ-ফ্লাইট শনিবার রাত আটটা চল্লিশ মিনিটে পৌঁছার কথা থাকলেও সেটি ৪ ঘণ্টা দেরীতে রাত ১ টায় আসবে বলে জানিয়েছেন জনসংযোগ শাখা।

প্রথম ফ্লাইটে মোট ৪১৯ হাজী দেশে ফিরবেন বলে জানা গেছে।ফিরতি হজ ফ্লাইট ১ মাস ধরে চলবে এবং সর্বশেষ ফ্লাইটটি আসবে আগামী ১৭ অক্টোবর।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft