|
৪ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে বন্ধ থাকা যান চলাচল শুরুশীর্ষরিপো্র্ট ডটকম । ৮ জানুয়ারি ২০১৭ ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু দিয়ে যানচলাচল শুরু হয়েছে। কিন্তু গতি অত্যন্ত কম। এতে দুইপাশে দেখা দিয়েছে তীব্র যানজট। একই কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। ফলে উত্তরবঙ্গ ও ঢাকাগামী অসংখ্য যানবাহন আটকা পড়েছে। সেতুর দুই পাশে সৃষ্টি হয়েছে তীব্র জট। কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে পাকুল্যা পর্যন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |