২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের গণস্বাক্ষর কর্মসূচি শুরু


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৫  মার্চ  ২০১৭

২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের গণস্বাক্ষর কর্মসূচি শুরু

২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের গণস্বাক্ষর কর্মসূচি শুরু



২৫ মার্চ গণহত্যা দিবস ঘোষণার সমর্থনে ও দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদে, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিএইজে) আয়োজনে আজ এই গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ‘৭১-এর শহীদ মুক্তিযোদ্ধা এবং ২৫ মার্চ, '৭১ কালরাতে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণহত্যা দিবসে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে এ গণস্বাক্ষর কর্মসূচি জাতিকে নতুন বার্তা দেবে। এ উদ্যোগের মাধ্যমে সাংবাদিক সমাজ নতুন এক ইতিহাসের জন্ম দিলো।

বিশেষ অতিথি বিএফইউজে মহাসচিব ওমর ফারুক বলেন, গণহত্যা দিবস পালনের কারণে পাকিস্তানি হায়েনাদের আজীবন ঘৃণার চোখে দেখবে বিশ্ববাসী।

সম্মানিত অতিথি বিএফইউজে'র সাবেক মহাসচিব ও ডিইউজে'র সাবেক সভাপতি এম শাহজাহান মিয়া বলেন, সাংবাদিকদের গণস্বাক্ষর কর্মসূচি ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

ডিইউজে সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিইউজে'র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

বক্তব্য রাখেন- ডিইউজে'র সাবেক দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, নির্বাহী পরিষদ সদস্য মাহমুদুর রহমান খোকন, দুলাল খান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দি নিউ নেশনের ইউনিট চিফ হেমায়েত হোসেন, সিনিয়র সাংবাদিক মহসীন আল আব্বাস, মৃণাল চক্রবর্তী প্রমুখ।

আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ গণস্বাক্ষর কর্মসূচি চলবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের সাংবাদিকরা এই কর্মসূচিতে অংশ নেবেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft