২১ মার্চ সুন্দরবন রক্ষায় দেশব্যাপী অর্ধদিবস হরতাল


শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৬   মার্চ  ২০১৬

২১ মার্চ সুন্দরবন রক্ষায় দেশব্যাপী অর্ধদিবস হরতাল

২১ মার্চ সুন্দরবন রক্ষায় দেশব্যাপী অর্ধদিবস হরতাল



সুন্দরবন রক্ষার্থে ২১ মার্চ (সোমবার) দেশব্যাপী অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে সর্বজন বিপ্লবী দল। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন দলটির আহ্বায়ক প্রকৌশলী ইনামুল হক।

সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন থেকে বিরত থাকতে সরকারের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাধা দেয়ার জন্য দেশের সকল স্থানের জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্ববানও জানান তিনি।

২১ মার্চ সুন্দরবন রক্ষায় দেশব্যাপী অর্ধদিবস হরতাল

২১ মার্চ সুন্দরবন রক্ষায় দেশব্যাপী অর্ধদিবস হরতাল



সংবাদ সম্মেলনে জানানো হয়, সুন্দরবনকে ১৮৭৫ সালে `সংরক্ষিত বন` হিসেবে ঘোষণা দেয়া হয়। সুন্দরবনের ৩২৪ বর্গকিলোমিটার এলাকায় তিনটি বন্যপ্রাণী অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষা বিষয়ক `চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ` পুরস্কার পেয়েছেন। আর তার হাতেই ধ্বংস হবে সুন্দরবন- এটা মানা যায় না।`

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য কৃষিবিদ রফিক চৌধুরী, নাজিম উদ্দিন, শেখ লিয়াকত আলী, হাজী মো. শহীদ, তুসার রেহমান প্রমুখ।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft