‘২১ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি সরাসরি জড়িত’: প্রধানমন্ত্রী


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৪  আগস্ট ২০১৬

‘২১ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি সরাসরি জড়িত': প্রধানমন্ত্রী

‘২১ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি সরাসরি জড়িত': প্রধানমন্ত্রী



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলায় খালেদা জিয়ার তৎকালীন মন্ত্রী পরিষদের সদস্য, প্রতিমন্ত্রী ও তার পুত্র সরাসরি জড়িত। এতে কোনো সন্দেহ থাকার কারণ নেই। কারণ ধীরে ধীরে তদন্তের মাধ্যমে এগুলো বেরিয়ে এসেছে।'

বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে ‘অসুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত-নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মধ্যে চেক হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ওই হামলার পর কোনো আলামত তারা রক্ষা করেনি। বরং যত দ্রুত সম্ভব আলামতগুলো ধ্বংস করে ফেলে। এমনকি যে ১৩টি গ্রেনেড ছোড়া হয়েছিল, তার মধ্যে একটি গ্রেনেড বিস্ফোরিত হয়নি। সেই গ্রেনেডটি এক সামরিক অফিসার উদ্ধার করে সংরক্ষণ করতে চেয়েছিলেন। তার কারণে চাকরিতে তাকে অনেক অসুবিধায় পড়তে হয়।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft