‘২০১৯ সালে ফের আ'লীগ ক্ষমতায় আসবে'ঃ আইনমন্ত্রী


শীর্ষরিপো্র্ট ডটকম ।   ৬   জানুয়ারি  ২০১৭

‘২০১৯ সালে ফের আ'লীগ ক্ষমতায় আসবে'ঃ আইনমন্ত্রী

‘২০১৯ সালে ফের আ'লীগ ক্ষমতায় আসবে'ঃ আইনমন্ত্রী



'সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয়, জাতি সমৃদ্ধশালী হয়ে উঠে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য জনগণের ভালোবাসা নিয়ে ২০১৯ সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। '

৫ জানুয়ারি 'গণতন্ত্রের বিজয় দিবস' উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা আখাউড়া পৌরশহরের সড়ক বাজার মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদিনের সভায় সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়া, মেয়র তাকজিল খলিফা, স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম ভূঁইয়া, জামশিদ ভূঁইয়া, মোহাম্মদ আলী, মনির হোসেন, নূরুজ্জামান, শাহআলম প্রমুখ।

অ্যাডভোকেট আনিসুল হক বলেন, 'বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। বিশ্বের বিভিন্ন দেশের চেয়ে প্রযুক্তিতে বাংলাদেশ এখন অনেক এগিয়ে আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে উন্নয়নে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশ এখন রোল মডেল।'

গত ৮ বছরে দেশ অনেক এগিয়েছে দাবি করে তিনি বলেন, 'দেশে আর কোনো বিদ্যুতের ঘাটতি থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন- ২০২১ সালের মধ্যে বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।'

আইনমন্ত্রী বলেন, '২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশ ছিল অন্ধকারে। তখন দেশে মাত্র ৩২শ' মেগাওয়াট বিদ্যুৎ ছিল। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। দেশে এখন ১৪ হাজারেরও বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। মানুষকে আর বিদ্যুতের পেছনে ছুটতে হবে না, বিদ্যুৎ এখন মানুষের পিছু ছুটবে।'

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft