১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর ভুটান সফর


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২২  মার্চ  ২০১৭

১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর ভুটান সফর

১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর ভুটান সফর



প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ এপ্রিল ভুটান যাবেন। এর আগে ৭ এপ্রিল ভারত সফরের কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯-২১ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভলপমেন্ট ডিজঅর্ডার ভুটান ২০১৭' শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে এতে যোগ দেবেন । পাশাপাশি ভুটানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরে দু'দেশের মধ্যে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও হাইড্রোপাওয়ার সহযোগিতা গুরুত্ব পাবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর ভুটান সফরে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও যেতে পারেন। পুতুল অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান। বাংলাদেশ ও ভুটান যৌথভাবে এই সম্মেলন আয়োজন করছে।

বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের কার্যালয়, সূচনা ফাউন্ডেশন এবং অ্যাবিলিটি ভুটান সোসাইটি এ সম্মেলনের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft