১৫ আগস্টের টেলিফিল্ম স্মৃতির মিনার


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৪  আগস্ট ২০১৬

১৫ আগস্টের টেলিফিল্ম স্মৃতির মিনার

১৫ আগস্টের টেলিফিল্ম স্মৃতির মিনার



১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার একনিষ্ঠ ভক্ত যুবক হায়দার চোখে কালো কাপড় বেঁধে একাই মহাসড়কে চিৎকার করে প্রতিবাদ করতে থাকে। এসময় একটি ঘাতক মাইক্রোবাস তাকে চিরতরে পঙ্গু করে দিয়ে চলে যায়।

তারপর থেকে নিজ বাড়ির বারান্দায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি গড়ে প্রতি বছর ১৫ আগস্ট এলে হুইলচেয়ারে বসে তাকে শ্রদ্ধা জানান। কিন্তু ঢাকায় থাকা একমাত্র ছেলে রাসেদ বাবার এই মফস্বলের বাড়িটি বিক্রি করে ঢাকায় শ্বশুরের দেয়া জায়গায় অ্যাপার্টমেন্ট করার কথা ভাবলে হায়দার সাফ সাফ জানিয়ে দেন, এই বাড়িটি তার কাছে একটি স্মৃতিসৌধ। তাই তার জীবদ্দশায় সেটা হবার নয়। তারপর শুরু হয় বাপ-ছেলের টানাপড়েন।

এমন এক কাহিনী নিয়ে ১৫ আগস্ট চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘স্মৃতির মিনার'। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন রানা মাসুদ।

এতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, ওমর আয়াজ অনি, শামীমা তুষ্টি, এম এ আলম সোহাগ, শামীম, এনায়েত কবির খান সূর্য, প্রিয়ন্তী শাবন ও শিশু শিল্পী তূর্ণ। টেলিফিল্মটি প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft