১২ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২০  ডিসেম্বর  ২০১৬

১২ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু

১২ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু



৩৭তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) লিখিত পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে ১২ ফেব্রুয়ারি থেকে বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। শিগগিরই এই পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হবে।

গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ৩০ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। ১ নভেম্বর ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft