|
১০ জানুয়ারি আওয়ামী লীগের জনসভা সোহরাওয়ার্দী উদ্যানেশীর্ষরিপো্র্ট ডটকম । ১৯ ডিসেম্বর ২০১৬ ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান। সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন- দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, রিয়াজুল কবির কাওসার প্রমুখ। তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন আমরা একটি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি। এ দিন বেলা ২টা ৩০ মিনিট থেকে আমরা জনসভা শুরু করবো। কাদের বলেন, আশা করছি এটি ঐতিহাসিক জনসভায় রূপ নেবে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐ জনসভায় দিকে নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তিনি বলেন, এরই মধ্যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ঢাকার বিভিন্ন স্থানে জনসংযোগ করবেন, গণসংযোগ করবেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |