হেলিকপ্টারে চড়ে জেল থেকে পলায়ন, দেখুন ভিডিও


শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৭  মার্চ  ২০১৬a

হেলিকপ্টারে চড়ে জেল থেকে পলায়ন, দেখুন ভিডিও

হেলিকপ্টারে চড়ে জেল থেকে পলায়ন,



এমনটি হয়তো আমরা হলিউডি সিনেমায় দেখে অভ্যস্ত। কিন্তু বাস্তবে এ ধরণের কর্ম সাধন সহজ কথা নয়। হলিউডি সিনেমার কায়দায় ঠিক এমনই এক জেল পালানোর ঘটনা ঘটেছে কানাডায়। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে একটি হেলিকপ্টার জেলের ছাদে নেমে দড়ি ফেলে দুঃসাহসী প্রচেষ্টায় দুজন বন্দিকে মুক্ত করে নিয়ে যেতে সক্ষম হয়। নাটকীয় এই ঘটনাটি ঘটেছে কানাডার মন্ট্রিলের সেন্ট জেরমি নামের একটি কারাগারে। ড্যানি প্রভেনকাল এবং বেঞ্জামিন হুডন বারবিউ নামের দুই বন্দি এই পদ্ধতিতে সফলভাবে জেল থেকে পালাতে সক্ষম হন। এই দুঃসাহসী কাজে সহযোগিতা করেন বিল্লি বিউডইন এবং স্টিভেন ম্যাথিউ নামের দুই ব্যক্তি। এরা একটি হেলিকপ্টার ছিনতাই করে এবং অস্ত্রের মুখে পাইলটকে জিম্মি করে জোরপূর্বক সেটি জেলে উড়িয়ে নিয়ে আসেন। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও কোনো বাধা ছাড়াই তারা পালাতে সক্ষম হন। বন্দি দুজন দড়ি বেয়ে জেলের ছাদে ওঠার চেষ্টা করে ব্যর্থ হলে একজনের সহযোগিতায় তাদেরকে দড়ি ধরেই হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যায়।  পরে জেলের অদূরে অপেক্ষায় রাখা গাড়ির সামনে হেলিকপ্টারটি নামিয়ে গাড়িতে করে দুই বন্দি ও তাদের সহযোগীরা স্থান ত্যাগ করলে পালানোর ঘটনাটি সম্পন্ন হয়। অবশ্য তাদের চেষ্টাটি বেশিদূর সফল হতে পারেনি। ঘণ্টাখানেকের মধ্যেই সেই চারজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি কিন্তু বর্তমান সময়ের কোনো ঘটনা নয়। এটি ঘটেছিল ২০১৩ সালের মার্চে। তবে ঐ আসামীদের এখন বিচারের মুখোমুখি করা হলে আদালতে জেলের সিসি ক্যামেরায় ধারণকৃত পালানোর নাটকীয় এই ভিডিওটি সবার সামনে প্রকাশ করা হয়। এই ঘটনাটি কানাডার বন্দিদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার ধারাবাহিকতায় ঐ বছরেই এক হত্যা মামলার আসামি কিউবেক শহরের অরসাইনভিল বন্দি শিবির থেকেও একই কায়দায় পালিয়ে যেতে সক্ষম হয়। যদিও দুসপ্তাহ পরেই আবার তাকে গ্রেপ্তার করা হয়। জেল পালানোর ঘটনাটি হয়তো জেল পালানোর ইতিহাসে সেরা অভিনব ঘটনাগুলোর মধ্যে স্থান পাবে না। এধরণের জেল পালানো বিশ্বে আরো বিভিন্ন দেশেও ঘটেছে। তার মধ্যে ব্রিটেনের ভূমিদস্যু কেন্ডল পালিয়ে থাকতে পেরেছিলেন ১০ সপ্তাহ আর অস্ট্রেলিয়ায় খুনের আসামি ডার্পার পালিয়ে থাকতে পেরেছিলেন সবচেয়ে বেশি সময়, ১৩ মাস। সূত্র: টেলিগ্রাফ, ভাষান্তরে জ়ুবায়ের হুসাইন
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft