|
"হিলারী সুস্থ ও প্রস্তুত"শীর্ষরিপো্র্ট ডটকম । ১৫ সেপ্টেম্বর ২০১৬ অসুস্থতার জন্য কয়েকদিন বিশ্রাম নেবার পর আজ থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। তার আগে তার চিকিৎসক জানিয়েছেন, মিসেস ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সুস্থ ও সমর্থ আছেন। আজই তার সর্বশেষ মেডিকেল তথ্যাদি প্রকাশ করা হয়েছে, যেখানে নিউমোনিয়া শনাক্ত হওয়ার পর মিসেস ক্লিনটনের স্বাস্থ্যের ক্রমশ উন্নতি হচ্ছে বলে জানানো হয়েছে। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রকাশ করার পর ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে নিজেদের প্রার্থীর বিষয়ে বিবৃতি দেয়া হল। বুধবার হিলারির প্রচার শিবির থেকে বলা হয়েছে, তার চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তিনি স্বাভাবিক আছেন। তার মানসিক অবস্থাও চমৎকার। চিকিৎসক লিসা বারডক বলেছেন, অ্যান্টিবায়োটিক গ্রহণ ও বিশ্রামে হিলারি ক্রমে সেরে উঠছেন। গত রোববার নিউইয়র্কে ৯/১১ এ সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে ৬৮ বছর বয়সী মিসেস ক্লিনটন অসুস্থ হয়ে পড়লে জানা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। এরপরই তার নির্বাচনী প্রচারণা এবং প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার শারীরিক সুস্থতা নিয়ে আলোচনা শুরু হয়। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |