হাতিরঝিলে বর্ণাঢ্য নৌ-র‌্যালি জাতীয় পাট দিবস উপলক্ষে


শীর্ষরিপো্র্ট ডটকম । ৫ মার্চ  ২০১৭

হাতিরঝিলে বর্ণাঢ্য নৌ-র‌্যালি জাতীয় পাট দিবস উপলক্ষে

হাতিরঝিলে বর্ণাঢ্য নৌ-র‌্যালি জাতীয় পাট দিবস উপলক্ষে



আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর হাতিরঝিলে এক বর্ণাঢ্য নৌ-র‌্যালি বের করা হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই নৌ র‌্যালির আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও ৯-১১ মার্চ তিন দিনব্যাপি পাটপণ্যের মেলা অনুষ্ঠিত হবে।

এছাড়াও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং এই মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শতাধিক নৌকায় পাট বোঝাই অবস্থায় মনোজ্ঞ র‌্যালি করা হয়। এসময় বাউল গান পরিবেশন করেন বাউল আব্দুল দেওয়া ও তার দল ।

আগামী ৬ মার্চ সারা দেশব্যাপি প্রথমবারের মত জাতীয় পাট দিবস উদযাপিত হবে।

জাতীয় পাট দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে আগামী ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ ইনস্টিটিউশনে মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft