হাজি সেলিমের চান সরদার কোল্ড স্টোরেজকে ৬ লাখ টাকা জরিমানা


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৬  মার্চ  ২০১৭

হাজি সেলিমের চান সরদার কোল্ড স্টোরেজকে ৬ লাখ টাকা জরিমানা

হাজি সেলিমের চান সরদার কোল্ড স্টোরেজকে ৬ লাখ টাকা জরিমানা



আজ সোমবার ভ্রাম্যমান আদালত ঢাকা-৭ আসনের এমপি হাজী মোঃ সেলিমের মালিকানাধীন প্রতিষ্ঠান চান সরদার কোল্ড স্টোরেজকে ৬ লাখ টাকা জরিমানা করেছে মেয়াদ উত্তীর্ন ও লেবেলবিহীন খাদ্য সামগ্রী মজুদের অভিযোগে । অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আতাউর রহমানের নেতৃত্বে পুরান ঢাকার ছোট কাটরা এলাকায় বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত অভিযানে জরিমানা করা হয়।

এছাড়া ২য় দিনের মত বিশ বছরের অধিক পুরনো ও মেয়াদ উত্তীর্ন  যানবাহনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে ড্রাইভিং  লাইসন্সে না থাকায় ভিক্টিোরয়িা পার্ক এলাকায় জলো প্রশাসনরে ম্যাজষ্ট্রিটে নাজমা সদ্দিকিা র্কতৃক ১টি বাস ডাম্পিং, ২ জন চালককে ১৫ দিন করে কারাদন্ড এবং ১৯৪০০/-টাকা জরমিানা প্রদান করা হয়, নিউ মার্কেট এলাকায়  বিআরটিএ'র নর্বিাহী ম্যাজষ্ট্রিটে সুজতি হাওলাদার র্কতৃক ৬টি বাস ডাম্পিং ৯ জন চালককে ১৫ দিন করে কারাদন্ড, ২২টি মামলা দায়ের করেন এবং ডিএসসির' নর্বিাহী ম্যাজষ্ট্রিটে মামুন সরদাররে নতেৃত্বে নটরডমে কলজে এলাকায় ১৮৫০০/- টাকা জরমিানা, ১ জনকে ২০ দিনের কারাদন্ড ও ২৩টি মামলা প্রদান করা হয় ।

পরে ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৬ লাখ টাকা জরিমানা করেন।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

 

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft