হবিগঞ্জে পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৪  আগস্ট ২০১৬

হবিগঞ্জে পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা



হবিগঞ্জের মাধবপুরে মা-মেয়ে-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ধর্মঘর বীরসিংহ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাহের উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার ধর্মঘর বীরসিংহ পাড়া গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা আক্তার জানু (৩৫), তার মেয়ে শারমিন আক্তার (১৮), ছেলে সুজাত মিয়া (১৩) ও প্রতিবেশী আব্দুল হালিমের ছেলে শিমুল (২৪)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন জানান, বিদেশ যাওয়া নিয়ে বীরসিংহ পাড়া গ্রামের সইর উদ্দিনের ছেলে তাহের উদ্দিন তার বড় ভাই প্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারার কাছে টাকা চান। জাহানারা টাকা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে ঝগড়া হয়।

এক পর্যায়ে তাহের উদ্দিন ঘরে ঢুকে জাহানারা ও তার মেয়ে শারমিনকে কুপিয়ে হত্যা করে। এ সময় ঘটনা দেখে ফেলায় ভাতিজা সুজাত মিয়া ও প্রতিবেশী আব্দুল আলীমের পুত্র শিমুল আহমেদকে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই শিমুল আহমেদ ও ঢাকা নেওয়ার পথে সুজাত মিয়া মারা যান।

তিনি আরো বলেন, তাহের উদ্দিনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft