হঠাৎ ধনী হওয়া আওয়ামী লীগের নীতি নয় : প্রধানমন্ত্রী


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১২ অক্টোবর  ২০১৬

হঠাৎ ধনী হওয়া আওয়ামী লীগের নীতি নয় : প্রধানমন্ত্রী

হঠাৎ ধনী হওয়া আওয়ামী লীগের নীতি নয় : প্রধানমন্ত্রী



রাতারাতি ধনী হওয়ার নীতি আওয়ামী লীগের নয়। বর্তমান সরকার জনগনের উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমি খাবো কেউ খাবে না, ওই নীতি আমাদের জন্য নয়। আমরা সবার জন্যই সমান সুযোগ সৃষ্টি করেছি, করে যাচ্ছি বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ।

বুধবার গণভবনে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনায় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

মেহনতি-শ্রমিকদের স্বার্থই আওয়ামী লীগের স্বার্থ উল্লেখ করে তিনি বলেন, আমাদের রাজনীতিই হচ্ছে তাদের জন্য। আমরা ক্ষমতায় আসি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আর বিএনপি ক্ষমতায় আসলেই লুটপাট করে। খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে খেয়েছেন।

বর্তমান সরকারের আমলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, এখন একজন দিন মজুরও খাদ্য, মাছ কিনতে এবং কিছু টাকা সঞ্চয়ও করতে পারেন। আমরা অর্থনীতিকে শক্তিশালী করেছি। বেসরকারি খাতকে উন্মুক্ত করা হয়েছে। আগে মানুষকে বিদেশে পাঠানো নিয়েও ব্যবসা করেছে বিএনপি।

বর্তমানে কর্মক্ষেত্রে সাফল্যের জন্য প্রশিক্ষণের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, যান্ত্রিক, আধুনিক এই যুগে যথাযথ প্রশিক্ষণ নিতে হবে। কারণ সবাই এখন স্কিল লেবার চায়। আমরা তার পূর্ণ সুযোগ ও ব্যবস্থা করে দিয়েছি। প্রত্যেকটা সেক্টরে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শ্রম, প্রবাসী কল্যাণ ও যুব মন্ত্রণালয় সে লক্ষ্যে কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের কাউকে অবহেলার চোখে দেখা যাবে না। মনে রাখতে হবে সে কাজ করে, তারও মর্যাদা আছে'।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft