|
হজ ২০১৬-এর ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবেশীর্ষরিপো্র্ট ডটকম । ৮ সেপ্টেম্বর ২০১৬ হজ ২০১৬-এর দিনক্ষণ গণনা শুরু হলো আজ। হজের কার্যক্রম শুরু হতে আর মাত্র দু'দিন বাকি। এবারের হজ ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। হজের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে এক মাসেরও বেশি সময় ধরে মানুষ পবিত্র নগরী মক্কা এবং মদিনায় জড়ো হতে থাকে। তাছাড়া সৌদি আরব ও পার্শ্ববর্তী দেশের হজযাত্রীরাও আজকালের মধ্যে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে রওনা হবে। খবর আরব নিউজ। আগামীকাল ৯ সেপ্টেম্বর (শুক্রবার) জুমআর নামাজের খুতবায় হজ বিষয়ক পূর্ণাঙ্গ বিবরণ প্রদান করবেন মসজিদুল হারামের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আবদুর রহমান আল-সুদাইসি। সৌদি আরবের স্থানীয় বাসিন্দাসহ সারা বিশ্ব থেকে আগত সকল হজযাত্রীর অধিকাংশই এ ভাষণ শ্রবণ ও নামাজ আদায়ে আজ (৮ সেপ্টেম্বর) পবিত্র নগরী মক্কায় উপস্থিত হবে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হজে অংশগ্রহণকারী সব হাজিদেরকে প্রয়োজনীয় ঔষধপত্র (ভ্যাকসিন) সঙ্গে বহন করার পরামর্শ দিয়েছেন। সৌদি হজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, এবারের হজে ৩০ লাখ মানুষ অংশ গ্রহণ করবেন। এবারের হাজিদের তথ্য পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের নিকট থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত মঙ্গলবার পর্যন্ত ১৩ লাখ ১০ হাজার ৪০৩ জন হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করেছে। তিনি আরও জানান, বিমানযোগে ১২ লাখ ৩৩ হাজার ২৯ জন; সড়ক পথে ৬৪ হাজার ৬৫৬ জন এবং ১২ হাজার ৭২৩ জন নদীপথে প্রবেশ করেছে। এ বছর নিরাপদ হজ পালনে সৌদি সরকার দেশের সব হজ পালনকারীদের জন্য অনলাইন নিবন্ধন এবং প্যাকেজ পদ্ধতিতে হজ ব্যবস্থাপনা শুরু করেছে। এ জন্য সৌদি হজ অধিদফতর বিনা নিবন্ধনে হজ পালনের ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন। শুধু তাই নয়, হজ কার্যক্রম সম্পাদনে সৌদির দূরবর্তী স্থান (রিয়াদ, দাম্মাদ) হতে পবিত্র নগরী মক্কায় জুমা আদায় এবং হজ সম্পাদনে বৃহস্পতিবার আসার জন্য সিদ্ধান্ত দেন। এবং এ বছর ২০০ কোম্পানির হজযাত্রীদের সেবায় ৭৭টি গ্রুপ সেবা প্রদান করবে। এ জন্য সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় পূর্ব থেকেই কোম্পানি নিবন্ধন করে নিয়েছেন এবং তিন ক্যাটাগরির প্যাকেজ ঘোষণা করেছেন। ক্যাটাগরি তিনটি হলো- ১১ হাজার ৯৮০ রিয়াল, ৫ হাজার ৮৯২ রিয়াল, ৫ হাজার ২৫০ রিয়াল। এছাড়া সর্বনিম্ন সাশ্রয়ী ৩ হাজার রিয়াল প্যাকেজও রয়েছে। রিয়াদ থেকে আগত এক হজযাত্রী জানান, ‘রিয়াদ থেকে মক্কায় যাওয়া, সেখানে মিনা, মুযদালিফার পরিবহন এবং বাসাভাড়া বাবদ তিনি ৯ হাজার ২৫০ রিয়ালের প্যাকেজ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, সেখানে শুধুমাত্র কুরবানির পশু এবং মক্কা থেকে রিয়াদ আসার খরচ তিনি বহন করবেন। সৌদির পূর্ব প্রদেশ (দাম্মাম) থেকে এক হজযাত্রীর বর্ণনা, ‘তিনি বৃহস্পতিবার হজযাত্রা শুরু করবেন এবং যেহেতু এ প্রদেশ মক্কা থেকে অনেক দূর। এছাড়াও জেদ্দার এক অধিবাসী জানান, তিনি শনিবার হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। স্থানীয়দের হজ পালনের জন্য অংশগ্রহণমূলক এ সিদ্ধান্তগুলো নিরাপদ ও নিরাপত্তার মাধ্যমে হজ পালনে সহায়ক হবে। সুষ্ঠু হজ সম্পাদনে সৌদি সরকারের এ সিদ্ধান্তগুলো বাস্তবেই প্রশংসার দাবিদার। স্থানীয় হজযাত্রীগণ মদিনা থেকে নয় কিলোমিটার দূরত্বে জুলহুলায়ফা; মক্কা থেকে উত্তর-পশ্চিমে ১৯০ কিলোমিটার; ক্বিরন আল-মানজিল মক্কা থেকে ৯০ কিলো পূর্বদিকে এবং ইয়ালামলাম মক্কা ও তায়েফের দক্ষিণ-পূর্বদিকে ৫০ কিলোমিটার দূরুত্বে অবস্থিত মিকাত থেকে ইহরাম বাঁধবেন। হজ সম্পাদনের পর যারা ওমরা করবেন, তাদের জন্য মক্কায় অবস্থিত মসজিদে আয়িশাকে মিকাত হিসেবে বিবেচনা করা হয়। ওমরা পালনকারীরা সেখান থেকেই ওমরার ইহরাম বাঁধবেন। ইনফ্লুয়েঞ্জা ও সংক্রামক বিশেষজ্ঞ ডা. নাজরিন শারবিনি বলেন, ‘মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা ও সংক্রামক রোগ-ব্যাধির টিকা গ্রহণ করা জরুরি। হজ সম্পাদনে এ সকল রোগ থেকে নিরাপদ থাকতে নাক ও মুখে মাস্ক ব্যবহার করা জরুরি। বিশেষ করে হাঁচি-কাশি থেকে নিরাপদ থাকতে এবং প্রচণ্ড গরম এড়িয়ে চলা জরুরি। তাই তিনি হজ সম্পাদনের সময় কোনো রোগ-ব্যাধিতে আক্রান্ত হলে সেখানে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন। সর্বোপরি হজের দিনক্ষণ গণনা থেকে শুরু করে হজ শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা স্থানীয় ও সমগ্র বিশ্ব থেকে আগত সকল হাজিকে যথাসময়ে হজের সকল কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নিরাপদে পালনের তাওফিক দান করুন। আমিন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |