|
হজ পালন শেষে আজ দেশে ফিরছেন খালেদা জিয়াশীর্ষরিপো্র্ট ডটকম । ২২ সেপ্টেম্বর ২০১৬ হজ পালন শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল ৫টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছবেন তিনি। এর আগে মঙ্গলবার বিকেলে সৌদি বিএনপির নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বেগম খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে। বিএনপির যত নেতাকর্মী আছে, প্রত্যেকের নামে তারা মামলা দিয়েছে। বিরোধী নেতা-কর্মীরা ঠিক মতো ঘুমাতেও পারছে না। তিনি বলেন, আজকে দেশে কোনো মৌলিক অধিকার নেই, মানবাধিকার নেই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই। সৌদি নেতাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, আপনারা দলের জন্য এক সাথে সবাই মিলে কাজ করুন, ইনশাআল্লাহ গণতন্ত্র ফিরে আসবে। দেশে থাকা নিজ এলাকার নেতাকর্মীদের নিয়মিত খোঁজ খবর রাখার চেষ্টা করুন। পবিত্র জায়গায় থাকেন, দেশের জন্য আপনারা দোয়া করবেন। মদিনায় হিলটন হোটেলে সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব ও প্রধান উপদেষ্টা আব্দুর রহমানের নেতৃত্বে পশ্চিমাঞ্চল বিএনপির নেতারা খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান ও সৌদি বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুর রহমান জানিয়েছেন, খালেদা জিয়া, তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা মদিনা থেকে একই ফ্লাইটে দুবাই পর্যন্ত যাবেন। সেখানে দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে যাবেন লন্ডনে আর খালেদা জিয়া বিকেল ৫টা ২০ মিনিটে পৌঁছবেন ঢাকায়। বিমাবন্দরে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাবে বিএনপি। নেতা-কর্মীদের সেখানে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সৌদি বিএনপির নেতা আব্দুল জলিল, এস এম সেলিম রেজা, এম এ আজাদ চয়ন, মনিরুজ্জামান তপন, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আতিকুর রহমান শিপন, রফিকুল ইসলাম জসীম, আকতার হোসেন, বাহার উদ্দিন বাদল, সিআইপি কেফায়েত উল্লাহ কিসমত, খন্দকার হেলাল, এরশাদ আহমেদ, শেখ মুশতাক আহমেদ, কাজী টিটো, শাজাহান, আলমগীরসহ বিভিন্ন প্রদেশ থেকে আসা নেতাকর্মীরা । গত ৭ সেপ্টেম্বর হজ পালনের জন্য সৌদি যান বেগম খালেদা জিয়া। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |