![]() |
হকার উচ্ছেদে ঢাকার এমপিদের সঙ্গে আলোচনা করেননি মেয়র : মেননশীর্ষরিপো্র্ট ডটকম । ২৫ জানুয়ারি ২০১৭ ![]() হকার উচ্ছেদে ঢাকার এমপিদের সঙ্গে আলোচনা করেননি মেয়র : মেনন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন অভিযোগ করেছেন হকার উচ্ছেদ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ঢাকার সংসদ সদস্যদের সঙ্গে কোনো আলোচনা করেননি । মঙ্গলবার বিকেলে রাজধানীর ফুটপাত থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে তার কাছে হকার সংগঠন বাংলাদেশ হকার্স ইউনিয়নের স্মারকলিপি প্রদানকালে তিনি এ কথা বলেন। হকার্স ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাশেম কবীরের নেতৃত্বে নেতাকর্মীরা তোপখানা রোডস্থ ওয়াকার্স পার্টি কার্যালয়ের সামনে অবস্থান করেন। এ সময় রাশেদ খান বলেন, ঢাকা দক্ষিণের মেয়র হকার উচ্ছেদের বিষয় ঢাকা মহানগরের এমপিদের সঙ্গে কোনো আলোচনা করেননি। এমনকি বিষয়টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানেন না। তিনি হকারদের আশ্বস্ত করে বলেন, পুনর্বাসন না করে হকার উচ্ছেদের পরিকল্পনা সরকারের নেই। সংসদে হকারদের পুনর্বাসন বা ফুটপাতে বহালের বিষয় বলবেন। তিনি হকারদের ফুটপাত ব্যতিরেকে রাস্তায় বসার বিরোধিতা করেন এবং ফুটপাতের কতটুকু অংশ হকারদের বরাদ্দ দেয়া যায় সে বিষয় সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করবেন। বুলডোজার দিয়ে যাতে ফুটপাতের হকারদের মালামাল নষ্ট করা না হয় সে বিষয়ে তিনি উদ্যোগ নেবেন বলে হকারদের আশ্বাস দেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |