সড়ক ও মহাসড়কে কোথাও যানজট হবে না : সেতুমন্ত্রী


শীর্ষরিপো্র্ট ডটকম । ৪  সেপ্টেম্বর   ২০১৬

সড়ক ও মহাসড়কে কোথাও যানজট হবে না : সেতুমন্ত্রী

সড়ক ও মহাসড়কে কোথাও যানজট হবে না : সেতুমন্ত্রী



‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার সড়ক ও মহাসড়কে কোথাও যানজট হবে না।'

এবারের ঈদ যাত্রা আরামদায়ক হবে। যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে যেতে পারবে। আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

রোববার বেলা দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় বিআরটিএ-এর মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ সারা দেশের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এতে কেরানীগঞ্জের তেঘরিয়া ও মাওয়া চৌরাস্তা মিলিয়ে ৩৪টি  মামলা হয়েছে এবং ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বড় গাড়ি ছাড়াও  এর মধ্যে রয়েছে মোটরসাইকেল ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা।

মন্ত্রী বলেন, আমি প্রতিদিনই রাস্তাঘাট পরিদর্শন করছি। রাস্তার কোনো সমস্যা নেই।

তিনি জানান, যানজট হচ্ছে শুধুমাত্র দুর্বল চালকদের কারণে। এ ছাড়া ঈদুল আযহায় পশুবাহী ফিটনেসবিহীন গাড়ি এবং রাস্তায় বিকল হয়ে পড়াও যানজটের একটা কারণ।

 

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft