স্যুটকেসে করে স্পেনে শরণার্থী পাচারের চেষ্টায় নারীর কারাদণ্ড


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৩  জানুয়ারি  ২০১৭

স্যুটকেসে করে স্পেনে শরণার্থী পাচারের চেষ্টায় নারীর কারাদণ্ড

স্যুটকেসে করে স্পেনে শরণার্থী পাচারের চেষ্টায় নারীর কারাদণ্ড



এক আফ্রিকান শরণার্থীকে স্যুটকেসে করে স্পেনে পাচারের চেষ্টা করায় এক নারীকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই নারীর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে।

২২ বছর বয়সী মরক্কোর ওই নারীকে শুক্রবার চেউটা সীমান্ত থেকে আটক করে স্পেনের নিরাপত্তা বাহিনী।

চেউটা এবং মেলিল্লা দিয়েই সীমান্ত পার হয়ে স্পেনে যাওয়া চেষ্টা করেন অভিবাসীরা। এ কারণে ওই এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বেশ কড়া নিরাপত্তা জারি করেছে।

পুলিশ জানিয়েছে, ওই নারী তার স্যুটকেসটি একটি ট্রলিতে করে নিয়ে যাচ্ছিল। এটা দেখেই তাদের সন্দেহ হয়। সীমান্তের তৃতীয় পয়েন্ট পার হওয়ার সময় তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। পরে সেখানেই তাকে থামানো হয় এবং তার স্যুটকেসে তল্লাশি চালানো হয়।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft