স্বর্ণের সীমা বেধে দিল সরকার


শীর্ষরিপো্র্ট ডটকম । ২  ডিসেম্বর  ২০১৬

স্বর্ণের সীমা বেধে দিল সরকার

স্বর্ণের সীমা বেধে দিল সরকার



কে, কতটুকু সোনা রাখতে পারবেন, তার সীমা বেধে দিয়েছে ভারত। নোট বাতিলের পর বাড়ি বা ব্যাংকের লকারে থাকা সোনা ও গয়না নিয়ে নতুন করে আতংক ছড়াচ্ছে দেশটিতে।

সংশোধিত আয়কর আইনে সঞ্চিত সোনাকেও কালো টাকা সংক্রান্ত ধরপাকড়ের আওতায় আনছে মোদি সরকার।

আতংক দূর করতে বৃহস্পতিবার এক নির্দেশনায় সরকার জানিয়েছে, বিবাহিত নারীদের ৫০০ গ্রাম, অবিবাহিতদের ২৫০ গ্রাম এবং পুরুষদের ১০০ গ্রামের ওপরে অঘোষিত সোনার গহনা থাকলেই কর দিতে হবে। এমনকি এগুলো জব্দও করতে পারবে কর্মকর্তারা।

প্রাথমিক অনুসন্ধানে সংশ্লিষ্ট মালিকের আয়ের সঙ্গে সামঞ্জস্য না থাকার কথা ধরা পড়লেও ওই পরিমাণ সোনা বাজেয়াপ্ত করা হবে না।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft