|
স্পিকার হাসপাতালে দেখা করলেন রাষ্ট্রপতিশীর্ষরিপো্র্ট ডটকম। ২৯ মে ২০১৬ স্পিকার শিরীন শারমিন চৌধুরী অসুস্থতা নিয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তবে তার অসুস্থতা গুরুতর নয় বলে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের জানিয়েছেন। সূত্র জানায়, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্পিকার। এসময় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। স্পিকার উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রটি জানিয়েছে। আজ রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সিএমএইচে শিরীন শারমিনকে দেখতে যান। এ সময় সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও প্রধান হুইপ আ স ম ফিরোজও উপস্থিত ছিলেন। প্রধান হুইপ সাংবাদিকদের বলেন, “স্পিকার এখন সুস্থ আছেন। শরীরে কিছু ভাইরাস সংক্রমণ হয়েছে।” তবে দু-একদিনের মধ্যে স্পিকার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে পারেন বলে জানান তিনি। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |