|
স্পিকারের শোক নূরজাহান বেগমের মৃত্যুতেশীর্ষরিপো্র্ট ডটকম। ২৩ মে ২০১৬ বেগম পত্রিকার সম্পাদক ও বর্ষিয়ান নারী সাংবাদিক নূরজাহান বেগমের মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী । সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় স্পিকার বলেন, নূরজাহান বেগম ছিলেন নারী জাগরণের বাতিঘর। তিনি আজীবন নারীর কল্যাণ ও সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। নারী জাগরণে তার অবদান চির অম্লান থাকবে। তার মৃত্যু দেশের জন্য এক অপুরণীয় ক্ষতি। স্পিকার তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অপরদিকে, নূরজাহান বেগমের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ আ.স.ম ফিরোজ শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |