|
স্পিকারের শোক এম আবদুর রহিমের মৃত্যুতেশীর্ষরিপো্র্ট ডটকম । ৪ সেপ্টেম্বর ২০১৬ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও জাতীয় সংসদের বর্তমান হুইপ ইকবালুর রহিমের পিতা সাবেক সংসদ সদস্য এম আবদুর রহিমের মৃত্যুতে । শোক বার্তায় স্পিকার বলেন, এম আবুদর রহিম ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সমাজসেবক। তার মৃত্যুতে বাংলাদেশ একজন দক্ষ রাজনীতিবিদ ও সমাজসেবককে হারালো বাংলাদেশ। এ দেশের জন্য তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া এম আবদুর রহিমের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |