|
সোমবার দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীশীর্ষরিপো্র্ট ডটকম । ২০ নভেম্বর ২০১৬ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে কমিশন। কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ে আলাদা আলাদা কর্মসূচি নেয়া হয়েছে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আগামীকাল সকাল সাড়ে ৯টায় কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করবেন। রোববার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে কমিশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের শপথবাক্য পাঠ করাবেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন। আলোচনা সভায় কমিশনের ছয়টি অনুবিভাগের মহাপরিচালকরা তাদের বাৎসরিক বাস্তবায়িত কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |