সৌদি প্রথমবার হজ-ওমরাহে ভিসা ফি নেবে না


শীর্ষরিপো্র্ট ডটকম । ১১  আগস্ট ২০১৬

সৌদি প্রথমবার হজ-ওমরাহে ভিসা ফি নেবে না

সৌদি প্রথমবার হজ-ওমরাহে ভিসা ফি নেবে না



প্রথমবার হজ বা ওমরাহ পালনকারীদের কাছ থেকে কোনো ভিসা ফি নেবে না সৌদি সরকার। সৌদি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে সম্প্রতি পাস হয় ভিসা ফি'র নতুন নীতি। খবর দৈনিক আল আরাবিয়া।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, পাস হওয়া নতুন নীতিতে কেউ প্রথমবার হজ বা ওমরাহ করতে সৌদি আরব যাইতে চাইলে তাকে কোনো প্রকার ফি দিতে হবে না। দ্বিতীয়বার কেউ ওমরাহ বা হজ করতে চাইলে তাকে দুই হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় ৪০ হাজার টাকা) ফি দিতে হবে। চলতি বছরের অক্টোবর থেকে নতুন এ আইন কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এছাড়া, কোনো বিদেশি নাগরিক মাল্টিপল এক্সিট রি-এন্ট্রি ভিসা নিতে চাইলে প্রথম ছয় মাসের জন্য তিন হাজার রিয়াল, এক বছরের জন্য পাঁচ হাজার রিয়াল এবং দুই বছরের জন্য দিতে হবে আট হাজার রিয়াল জমা দিতে হবে।

তেল ছাড়া অন্যখাত থেকে রাজস্ব আদায়ের পরিকল্পনার অংশ হিসেবে এ নতুন ভিসা ফি নীতিমালা পাস করেছে সৌদি সরকার। তবে যেসব দেশের সঙ্গে ভিসা ফি বিষয়ে সৌদি আরব দ্বিপক্ষীয় চুক্তি করেছে সেইসব দেশের নাগরিকদের ক্ষেত্রে নতুন ফি কার্যকর হবে না বলে সৌদি মন্ত্রিপরিষদের বরাত দিয়ে জানায় আল আরাবিয়া।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft