|
সুস্থ ত্বকের জন্য ফেসিয়ালশীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ সেপ্টেম্বর ২০১৬ এখন আশ্বিনের শুরু। তাই আবহাওয়া হালকা ঠাণ্ডা হালকা গরম। এসময় আমাদের ত্বকে সামান্য টানটান অনুভব হয় ও চুলে খুশকি দেখা দেয়। আর তাই ত্বক ও চুলের বাড়তি যত্নতো আমাদের নিতেই হবে, কি বলেন? ত্বকের যত্নে ফেসিয়াল খুব গুরুত্বপূর্ণ। আর এ জন্য আমাদের জানা দরকার ফেসিয়াল কেন করবেন? ত্বকের ভেতর ধুলাবালি জমে বিশেষ করে লোমকূপের গোড়ায় যেসব ময়লা আটকে থাকে, সেসব ময়লা সহজে পরিষ্কার করা সম্ভব হয় না। ময়লা আর অতিরিক্ত তেল একত্রিত হয়ে হোয়াইট হেড, ব্ল্যাকহেডসহ ত্বকের নানা ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়া একটি বয়সের পর ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে প্রয়োজন পরে বাড়তি পুষ্টি। আর এসব কিছুর সহজ সমাধান পাওয়া যায় ফেসিয়ালের মাধ্যমে। ফেসিয়ালে ব্যবহৃত ফেসপ্যাকে প্রচুর পরিমাণে জলীয় পদার্থ থাকার ফলে ফেসিয়াল করার পর মুখমণ্ডলের মরা চামড়া একেবারেই থাকে না। মাস্ক ফেসপ্যাকের প্রভাব যদিও স্বল্পস্থায়ী, কিন্তু ক্রমাগত ব্যবহারের ফলে দীর্ঘস্থায়ী ফল পাওয়া যায়। সপ্তাহে একবার ঘরে বসে ফেসিয়াল করতে পারলে ত্বকের জন্য উত্তম। তবে সম্ভব না হলে কমপক্ষে মাসে একবার পার্লার গিয়ে ফেসিয়াল করতে হবে। এ বিষয়ে জানিয়েছেন লটাসের রূপবিশেষজ্ঞ জান্নাত এনাম রিমি বাড়িতে ফেসিয়াল করবেন যেভাবে * ফেসিয়াল করার আগে একটু বড় গলার জামা আপনি পড়ে নিন। মাথার চুল আঁচড়ে পেছন দিকে ভালো করে বেঁধে ফেলুন, যাতে মুখ বা কপালের ওপর এসে না পড়ে। সাবান দিয়ে ভালো করে দুই হাত ধুয়ে নিন। অল্প পরিমাণে ম্যাসাজ ক্রিম নিয়ে মুখমণ্ডল, গলা ও ঘাড়ে ম্যাসাজ করতে থাকুন। ক্লিনজিং করার পরই ফ্রেশনিং করবেন। * ক্লিনজিংয়ের পরের ধাপ স্ক্রাবার দেয়া। ত্বকের ডেড সেল ও গভীরে জমে থাকা ময়লা দূর করে এ স্ক্রাব। চালের গুঁড়া, ডালের গুঁড়া, শসার রস, কাঁচা দুধ ও পানি মিশিয়ে মুখে, ঘাড়ে ও গলায় দিয়ে ১০ মিনিট রেখে ৫ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। বাজারে এ উপকরণ মিশ্রিত প্রোডাক্ট পেলে ব্যবহার করতে পারেন। * এবার ফেসপ্যাক। ত্বক বুঝে ফেসপ্যাক নির্বাচন করতে হবে। স্বাভাবিক ত্বকে মুলতানি মাটির ফেসপ্যাক, চন্দনের ফেসপ্যাক, মধু ও গাজরের ফেসপ্যাক, অলিভঅয়েল ও ডিমের ফেসপ্যাক, বেসন এবং গাজরের ফেসপ্যাক, ময়দা ও মধুর ফেসপ্যাক লাগাতে পারেন। তৈলাক্ত ত্বকে ওটমিল ও মধুর ফেসপ্যাক, শসা ও ডিমের ফেসপ্যাক, কমলালেবু এবং ডিমের ফেসপ্যাক, আপেল ও মধুর ফেসপ্যাক উৎকৃষ্ট। ত্বক শুষ্ক হলে দুধ এবং ময়দার ফেসপ্যাক, দুধের সর ও মধুর ফেসপ্যাক, মাখন ও মধুর ফেসপ্যাক, বেসন ও মধুর ফেসপ্যাক, দুধের সর এবং বাদাম তেলের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। * ফেসপ্যাক লাগানোর সময় বা লাগানোর পর কথা বলবেন না। চোখ বন্ধ করে ২০ মিনিট বিশ্রাম করুন। এসময় কচি শসা গোল করে কেটে চোখ ঢেকে দিন। ২৫ মিনিট পর প্রথমে কুসুম গরম পানি ও পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখের ফেসপ্যাক ধুয়ে ফেলুন। এবার মুখে ময়েশ্চারাইজিং ক্রিম ত্বকে মেখে নিন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |