|
সিসি টিভির আওতায় আনা হচ্ছে প্রতিটি ফেরি ঘাটশীর্ষরিপো্র্ট ডটকম । ২২ সেপ্টেম্বর ২০১৬ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন দেশের প্রতিটি ফেরিঘাট সিসি টিভির আওতায় আনা হচ্ছে । এর মাধ্যমে পর্যালোচনা করা হবে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কি না। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চাঁদা ও হয়রানি বন্ধের এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে চাঁদাবাজির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আগের তুলনায় চাঁদা নেওয়ার পরিমাণ কমেছে। তবে তা এখনো অব্যাহত রয়েছে। যারা চাঁদা আদায়ের সঙ্গে জড়িত তাদের একটি লিস্ট (তালিকা) গোয়েন্দা সংস্থা করেছে। লিস্ট অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের সতর্ক করা হবে। সতর্ক না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, দেশের প্রতিটি পৌরসভায় টোল আদায়ের পরিমাণ মন্ত্রণালয় নির্ধারণ করে দেবে। এর অতিরিক্ত টোল আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সভায় সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা প্রমুখ উপস্থিত ছিলেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |