সিরিয়া-তুর্কি সীমান্ত আইএস মুক্ত


শীর্ষরিপো্র্ট ডটকম । ৫  সেপ্টেম্বর   ২০১৬

সিরিয়া-তুর্কি সীমান্ত আইএস মুক্ত

সিরিয়া-তুর্কি সীমান্ত আইএস মুক্ত



সিরিয়া ও তুর্কি সীমান্ত আইএস মুক্ত বলে দাবি করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তিনি বলেছেন, সিরিয়ার সঙ্গে তুরস্ক সীমান্ত থেকে সব সন্ত্রাসী সংগঠনকে হটানো হয়েছে। সিরীয় বিদ্রোহীদের সঙ্গে যৌথভাবে তুরস্কের সেনাবাহিনী আইএসের বিরুদ্ধে লড়াই করেছে। তীব্র লড়াইয়ে আইএস ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। খবর বিবিসির।

দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, সীমান্তে ইসলামিক স্টেটের (আইএস) সমাপ্তি ঘটেছে। অবশ্য তুরস্ক কুর্দিশ সংগঠনকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছে।

গত মাসে আলেপ্পো শহরের বেশ কিছু অংশ পুনর্দখল করেছিল বিদ্রোহীরা। তাদের কাছ থেকে ওই অঞ্চল দখল করেছে সিরীয় সেনাবাহিনী।

তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম রোববার এক টেলিভিশন সাক্ষাতকারে আঙ্কারার সেনাবাহিনীর সাফল্যের কথা ঘোষণা করেন।

তিনি বলেন, আল্লাহকে ধন্যবাদ আজাজ থেকে জারাবুস পর্যন্ত সিরিয়ার সঙ্গে আমাদের ৯১ কিলোমিটার এখন পুরোপুরি নিরাপদ। ওই এলাকা থেকে সব সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনকে পিছু হটানো সম্ভব হয়েছে। তারা সবাই ওই এলাকা ছেড়ে পালিয়েছে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft