|
সিরিয়ার আজাজে গাড়ি বোমায় অন্তত ৪৩ জন নিহতশীর্ষরিপো্র্ট ডটকম । ৮ জানুয়ারি ২০১৭ সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত আজাজ শহরে শনিবার এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হামলায় আরো কয়েক ডজন লোক আহত হয়েছে। ব্রিটেনভিত্তিক অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়। একটি ইসলামি আদালতভবনের সামনে এ হামলা হয়। এখানে একটি বাজারও রয়েছে। সংস্থা জানায়, হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। গত নভেম্বরে বিদ্রোহীদের একটি সদর দপ্তরে এক গাড়ি বোমা হামলায় বেসামরিক নাগরিক ও বিরোধী যোদ্ধাসহ ২৫ জন নিহত হয়। বিরোধী শিবির এ হামলার জন্য ইসলামিক স্টেট গ্রুপকে দায়ী করে। আলেপ্পো প্রদেশের অন্যান্য স্থানে ইসলামিক স্টেট গ্রুপের অস্তিত্ব রয়েছে এবং অতীতে তারা আজাজের দিকে অগ্রসর হতে চেষ্টা করেছে। অবজারভেটরি জানায়, অক্টোবরে বিদ্রোহীদের একটি চেকপোস্টে একটি গাড়ি বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। সিরিয়াব্যাপী একটি শিথিল অস্ত্রবিরতি চলাকালে এক হামলার ঘটনা ঘটলো। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |