সিপিএ কনফারেন্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


শীর্ষরিপো্র্ট ডটকম। ১১  জুলাই  ২০১৬

সিপিএ কনফারেন্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিপিএ কনফারেন্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী



কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬২তম সম্মেলন পহেলা সেপ্টেম্বর ঢাকায় শুরু হলেও আনুষ্ঠিকভাবে ৬ সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়  সকাল সাড়ে ১০টায় এই কনফারেন্সের উদ্বোধন করবেন তিনি।

সম্মেলনে সিপিওভুক্ত দেশের ছয় শতাধিক সংসদ সদস্য অংশ নেবেন। আর সম্মেলনকে সফল করতে মন্ত্রী এমপি ও সংসদের কর্মকর্তাদের নিয়ে ২২টি উপকমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়,  সিপিসি সফল করার জন্য গঠিত অ্যাংকার কমিটির তৃতীয় সভা ৫জুন জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার। ওই বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, ২২টি উপকমিটির মধ্যে ২১টিরিই পূর্ণাঙ্গ তালিকা উপস্থাপন করা হয়।

জানা যায়, A Collaborative Commonwealth: Unity, Diversity and Common Challenges এই থিমের উপর এবার কনফারেন্স অনুষ্ঠিত হবে। আর ৮টি বিষয়ের উপর ওয়ার্কশপ হবে। পাঁচটি হোটেলে অতিথিদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। এসব হল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, লি মেরেডিয়ান, দ্যা ওয়েস্টটিন, প্যান পেসিফিক সোনারগাঁও হোটেল এবং ফরপয়েন্ট বাই শেরাটন।

এদিকে বাংলাদেশে দ্বিতীয়বারের মত এই সম্মেলনের আয়োজন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ।

এ বিষয়ে সিপিএর চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেন, সম্মেলনটি সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব ধরণের ব্যবস্থা নেবে সংসদ। এজন্য সংবাদ মাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নেয়া হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের অক্টোবর সিপিএর ৬০তম সম্মেলনে শিরীন শারমিন চৌধুরী ভোটের মাধ্যমে তিন বছরের জন্য নির্বাহী  কমিটির চেয়ারপারসন নির্বাচিত হন। বাংলাদেশ সংসদ ১৯৭৩ সাল থেকে এই সংসদীয় ফোরামের সদস্য।

সূত্র আরো জানায়, আগামী ২০১৭ সালের মার্চে অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে।  আইপিইউ এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরী। ২০১৪ সালের অক্টোবর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইপিইউর ১৩১তম সাধারণ অধিবেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft