সার্ক সম্মেলন বর্জন উচিত হয়নি : শামসুজ্জামান দুদু


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৫   অক্টোবর  ২০১৬

সার্ক সম্মেলন বর্জন উচিত হয়নি : শামসুজ্জামান দুদু

সার্ক সম্মেলন বর্জন উচিত হয়নি : শামসুজ্জামান দুদু



কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন জানিয়ে বাংলাদেশের সার্ক শীর্ষ সম্মেলন বর্জন উচিত হয়নি বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রতিবাদী সভায় আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরীন খান, বিএনপি নেতা শরিফুল ইসলাম, মনিরুজ্জামান মনির প্রমুখ।

‘সার্ককে অকার্যকর করার চক্রান্ত রুখে দাঁড়াও'- শীর্ষক এই প্রতিবাদ সভার আয়োজন করে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন' নামের একটি সংগঠন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘সার্ক সম্মেলন বাংলাদেশের মত ছোট দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত ও পাকিস্তানের কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দ্বন্দ্বের কারণে ভারত সার্ক সম্মেলন থেকে সরে দাঁড়িয়েছে। বাংলাদেশও তাতে সমর্থন জানিয়েছে যা কখনও গ্রহণযোগ্য হতে পারে না।'

সার্ক সম্মেলনের মতো প্রতিষ্ঠিত সংগঠনের সম্মেলন বর্জন করে অন্য সংস্থার সম্মেলনে যাওয়ার কোনো অর্থই হয় না বলে মন্তব্য করেন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা এই নেতা।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। তার সফরে যে ২৭টি সমঝোতা স্বাক্ষর হয়েছে, সেগুলো বাংলাদেশের অর্থনীতি এবং ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'

‘দেশের গণতন্ত্র হারিয়ে গেছে' তা ফিরিয়ে আনতে নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

তিনি বলেন, ‘আমরা দেশের চলমান সমস্যা আলোচনার মধ্য দিয়ে মীমাংসা করতে চাই। সে ক্ষেত্রে যদি সরকার কর্ণপাত না করে, তাহলে কিভাবে করতে হয় বাঙ্গালি জানে। কারণ তাদের পূর্ব অভিজ্ঞতা আছে।'

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft