সরছে না রামপাল : প্রতিমন্ত্রী নসরুল হামিদ


শীর্ষরিপো্র্ট ডটকম । ২৫  সেপ্টেম্বর ২০১৬

 

সরছে না রামপাল : প্রতিমন্ত্রী নসরুল হামিদ

সরছে না রামপাল : প্রতিমন্ত্রী নসরুল হামিদ



আলোচিত রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্বেগ জানিয়ে ইউনেস্কো যে চিঠি দিয়েছে তার জবাব আগামী এক সপ্তাহের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকার সরছে না বলেও জানান তিনি। রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি-বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

রামপালে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করা হবে ইউনেস্কোর এমন আশঙ্কা সঠিক নয় দাবি করে নসরুল হামিদ বলেন, এটা তারা তাদের মতামত প্রকাশ করেছে। কিন্তু পরিবেশগত দিক বিবেচনা করে সেখানে উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করা হবে। এছাড়া রামপাল নিয়ে ইউনেস্কো কোনো বৈজ্ঞানিক ব্যাখা দেয়নি।

তবে সংস্থাটি যে আশঙ্কা প্রকাশ করেছে তার যুক্তিযুক্ত জবাব আগামি সপ্তাহের মধ্যে দেয়া হবে।

উল্লেখ্য, দেশের বর্তমান চাহিদা অনুযায়ী বছরে ১৫০০ মেগাওয়াট উৎপাদন করতে হবে। কিন্তু উৎপাদনে অতিরিক্ত ব্যয়ের ফলে তা সম্ভব হচ্ছে না। ফলে সাশ্রয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হলে রামপালের মতো কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকেই ঝুঁকছে সরকার।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft