সরকার সংলাপের সূচনা করবে : বিএনপির প্রত্যাশা


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২  অক্টোবর  ২০১৬

 

সরকার সংলাপের সূচনা করবে : বিএনপির প্রত্যাশা

সরকার সংলাপের সূচনা করবে : বিএনপির প্রত্যাশা



রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সরকার দ্রুত জাতীয় সংলাপ ডাকবে বলে প্রত্যাশা করছে বিএনপি।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানান দলের মুখপাত্রের দায়িত্ব পালন করা শামসুজ্জামান দুদু।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আশফাকুর রহমান, মুনির হোসেন, আমিনুল ইসলাম যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকেই দেশে রাজনৈতিক সংকটের শুরু। এ সংকট উত্তরণে সরকারকে সময় থাকতেই এর উপায় বের করতে হবে।

“বিএনপি মনে করে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি। আমরা আশা করবো  শুভবুদ্ধির পরিচয় দিয়ে সরকার কর্তৃত্ববাদী মনোভাব ত্যাগ করে জাতীয় সংলাপ শুরুর পরি্বেশ সৃষ্টি করবে,' বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘জনগণের ভোটাধিকার বঞ্চিত করে পাতানো নির্বাচনের মধ্যদিয়ে সরকার দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এ পরিস্থিতি দেশ-জনগণ-গণতন্ত্রের জন্য বিরাট অশনিসংকেত।'

তিনি বলেন, ‘হিংসার রাজনীতির চর্চা করে সরকার সব ধরনের বিরুদ্ধ মত দমনে আজ বেপরোয়া। তারা শুধু বিএনপিই নয়-সরকারের সমালোচনা করার জন্য নাগরিক সমাজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ওপরও ক্ষুব্ধ। এমনকি সরকারের রোষানলের বাইরে গণমাধ্যমও নয়।'

সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের কথিত বন্দুকযুদ্ধের নামে অব্যাহতভাবে হত্যা করে যাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘গত নয় মাসে দেশে ১৭৮ জনকে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয় বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আসক উল্লেখ করে।'

বিএনপির এই নেতা অভিযোগ করেন, শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়নকে হত্যা করে।

দেশে এখন গণতন্ত্রের এবং আইনের শাসনের লেশমাত্র নেই মন্তব্য করে দুদু বলেন, ‘মৌলিক ও মানবাধিকার আগেই ভুলণ্ঠিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও কথা বলার অধিকার খর্ব করা হয়েছে।'

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft