সরকার ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় প্রস্তুত ঃমায়া


শীর্ষরিপো্র্ট ডটকম। ২১ মে  ২০১৬

সরকার ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় প্রস্তুত ঃমায়া

সরকার ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় প্রস্তুত ঃমায়া



ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন । শনিবার সকালে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মায়া বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। উপকূলীয় ১৪ জেলায় কাজ করছে এক লাখেরও বেশি স্বেচ্ছাসেবক। ইতোমধ্যে ৫ লাখ মানুষকে সরিয়ে নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নেয়াদের জন্য মন্ত্রণালয় থেকে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার ও পটুয়াখালী উপকূল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আর রোয়ানুর আঘাতে পটুয়াখালীর দশমিনা, ভোলার তজুমদ্দিন এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft