‘সরকার কোনো রাজনৈতিক দলকে দমন করছে নাঃ তথ্যমন্ত্রী


শীর্ষরিপো্র্ট ডটকম । ৫  আগস্ট ২০১৬

‘সরকার কোনো রাজনৈতিক দলকে দমন করছে নাঃ তথ্যমন্ত্রী

‘সরকার কোনো রাজনৈতিক দলকে দমন করছে নাঃ তথ্যমন্ত্রী



সন্ত্রাস দমনের নামে বিরোধীদলকে দমন করা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু  বলেন, ‘সরকার কোনো রাজনৈতিক দলকে দমন করছে না। সন্ত্রাসী ঘটনায় যারা নিহত হয়েছে তারা বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো লোক নয়। জঙ্গি ছাড়া কোনো নিরাপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে না। জাতীয় ঐক্য সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গি ও তাদের দোসরদের বাদ দিয়ে ইতোমধ্যে সরকার, আইন-শৃঙ্খলা বাহিনী, ছাত্র-শিক্ষক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সবাই আজ ঐক্যবদ্ধ।'

শুক্রবার দুপুরে খুলনার হোটেল সিটি ইন-এ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বেতার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন শুধু জামায়াতই নয়, বিএনপিও এ দেশের গণতন্ত্র ও সংবিধানের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন । এ প্রসঙ্গে বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘অবস্থান পরিষ্কার না করলে আমরা তাদের সন্ত্রাসের তালিকায় রাখব।'

জঙ্গিদের সঙ্গে একাত্তর ও পঁচাত্তরের হত্যাকাণ্ড, ২১ আগস্ট, আগুন সন্ত্রাসীদের মিল রয়েছে বলে উল্লেখ করে জাসদ প্রধান ইনু আরো বলেন, ‘পঁচাত্তরের খুনিরা বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চেয়েছিল, তেমনি জঙ্গিরা এদেশের স্বাধীনতা ও সংবিধান মানে না। এদেশে জঙ্গিদের বন্ধু আছে, মিত্র আছে।' প্রতিপক্ষ দলের প্রধানকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘উনিও হচ্ছেন এ সিন্ডিকেটের প্রধান। অবস্থান পরিষ্কার না করলে আমরা তাদের সন্ত্রাসের তালিকায় রাখব।'

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আগুনযুদ্ধে পরাজিতরাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। একাত্তর সালে যেমন পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম তেমনিভাবে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে। সন্ত্রাস বিরোধী যুদ্ধে পক্ষ নিতে হবে, মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই।'

জঙ্গিদের আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিত এমন দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীরা কোনো ধর্ম, সংবিধান, দেশ, সংস্কৃতি, আইন-কানুন মানে না। তারা আটশ বছরের বাংলার কৃষ্টি-কালচার, সংস্কৃতি, মানবতাবোধ, সম্প্রীতি, বন্ধন ইত্যাদি ধ্বাংস করতে চায়। তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধ শুরু করেছে। তারা মুসলমানদের বিপদে ফেলছে, দেশকে বিপদে ফেলছে। জঙ্গিরা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মতো স্বঘোষিত খুনি।'

মতবিনিময়ে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার-এর মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- খুলনা-২ আসনের সংসদ সদস্য ও খুলনা মহানগর ও জেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, কুয়েটের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, কেএমপি কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন এবং টাউন জামে মসজিদের খতিব ও জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. সালেহ।

সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে যে আইন আছে তাই যথেষ্ট। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী চমৎকার কাজ করছেন।' জঙ্গিদের রুখতে তিনি জনগণকে চোখ-কান খোলা রাখার পরামর্শ দেন। মন্ত্রী জনগণকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘সন্ত্রাস দমনে আমরা সফল হবো।'

উল্লেখ্য, ঢাকার বাইরে এটিই প্রথম সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সকল বেসরকারি রেডিও ও কমিউনিটি রেডিও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। সভায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জাসদের স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বাংলাদেশ বেতার খুলনা আঞ্চলিক কেন্দ্র চত্বরে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাষ্কর্য পরিদর্শন  করেন।

 

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft