|
সরকার এক চোখা নীতিতে চলছে : রিজভীশীর্ষরিপো্র্ট ডটকম । ৬ জানুয়ারি ২০১৭ ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার দায় তদন্ত ছাড়াই সরকারের তরফ থেকে বিরোধীদের ওপর চাপানো হচ্ছে বলেছেন,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী । সরকার এক চোখা নীতিতে চলছে। তারা কোনো অনুষ্ঠান করলে ডিএমপি অনুমতি দেয়। কিন্তু বিএনপি করতে গেলেই যত সমস্যা তৈরি করে। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এমপি লিটন হত্যা প্রসঙ্গে রিজভী বলেন, লিটনের ভাই ও স্ত্রীর কথায় অন্য কিছু বোঝাচ্ছে। কিন্তু তদন্ত ছাড়াই সরকার বিরোধীদের ওপর দোষারোপ করার অভ্যাস হয়ে গেছে। গত মঙ্গলবার রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটে আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |