|
সরকারি অফিসে ই-ফাইলিং ব্যবস্থা চালু ডিসেম্বরের মধ্যেশীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ আগস্ট ২০১৬ আগামী ডিসেম্বরের মধ্যে সকল সরকারি অফিসে ই-ফাইলিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিবসহ পরবর্তী স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে সচিবালয়ে সকল মন্ত্রণালয়ের নীতি-নির্ধারণী কার্যক্রমকে ই-ফাইলিং এর আওতায় নিয়ে আসার পদক্ষেপ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে মন্ত্রণালয়ের সকল কার্যক্রম ই-ফাইলিং এর মাধ্যমেই সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই প্রোগ্রামে সার্ভিস ইনোভেশন ফান্ডের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ-পদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রোগ্রাম অব্যাহত রয়েছে। গত মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে এ ব্যাপারে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার' লক্ষ্য এবং জনপ্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকারকে সামনে রেখে এ পদক্ষেপ জোরদার করা হয়েছে। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল নাসের চৌধুরী নয়া দিগন্তকে বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে প্রশাসনের সেবা জনগণের কাছে পৌছে দেয়া। প্রশাসনের কাছে নয়, জনগণের কাছে যাবে প্রশাসন। জনগণ সরকারের কার্যক্রম ঘরে বসেই যেন জানতে পারে এবং অফিসে অফিসে যেতে না হয়, তার নিশ্চিয়তা বিধান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, শুধু সচিবালয়ে নয়, জেলা প্রশাসনকে সে লক্ষ্যে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |